আবারও সিলেট তারাপুর চা বাগানের, দেবোত্তর সম্পত্তি দখল করে দোকানকোঠা নির্মাণের অভিযোগ

শেয়ার করুন           সিলেটের আলোচিত দেবোত্তোর সম্পত্তি তারাপুর চা বাগান দীর্ঘ ২৫ বছর শিল্পপতি রাগীব আলীর দখলে ছিল। ২৫ বছর পর ২০১৬ সালে আদালতের নির্দেশে সেবায়েত পংকজ গুপ্তকে ৪২২ একর আয়তনের এই চা বাগান বুঝিয়ে দেওয়া হয়। জানা যায় সুপ্রিম কোর্টের রায়ের পর সিলেটের জেলা প্রশাসক কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১১ সদস্য বিশিষ্ট হিন্দু সেবায়েত কমিটি গঠন করার পর ও সম্প্রতি ফেরদৌস আহমদ ও কয়েকজন ভুমিখেকো চা বাগানের অসংখ্য চাগাছ ও বাগানের বড় বড় গাছ কেটে ৩ টি টিনশেড দোকানকোটা করেন কোটি টাকা শতক মুল্যের এই জমিতে। শুধু তাই নয় ভুমি … Continue reading আবারও সিলেট তারাপুর চা বাগানের, দেবোত্তর সম্পত্তি দখল করে দোকানকোঠা নির্মাণের অভিযোগ